ঢাকার ধামরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল শনিবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি ও আলহাজ তমিজ উদ্দিন নেতৃত্বে পৌরশহরের রথখোলায় বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালির আয়োজন করা হয়। পরে একটি র্যালিও বের করা হয়। আলোচনা সভায় দেওয়ান ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিন। পৌর বিএনপির নেতা আশিকুজ্জামান স্বপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেতা হাবিবুর রহমান তুলা, শামসুল ইসলাম, আব্দুল কাদের, মহিলা নেত্রী আমিনা কাওকাব, নেতা আতিকুর রহমান আতিক, আব্দুল মান্নান ফিরোজ, মফিকুল ইসলাম, আবুল বাশার, হুমায়ুন কবির, ও ছাত্র নেতা বরিন প্রমুখ। এ সময় বক্তরা কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দীর্ঘদিন পর বিএনপির নেতারা একত্রিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন