জেলার তাহিরপুর উপজেলা সদরের পূর্ববাজার থেকে নাশকতার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সাত নেতাকর্মীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। ৩১ আগস্ট শুক্রবার রাত আনুমানিক ১১টায় উপজেলা সদর থেকে বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত অন্যান্যরা হলেনÑ উপজেলা বিএনপির যুগ্ম সা. সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য কামাল পাশা, নবাব মিয়া, শ্রমিকদল নেতা ফেরদৌস আলম ও এমদাদুল হুদা।
নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক কালে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর। তবে এ ঘটনাতে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বলছে, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালীন বিনা উস্কানিতে নেতৃবৃন্দকে আটক করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন