রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের আগস্ট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা বা ৫৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগস্ট মাসে ডিএসইর মাধ্যমে সরকারের ২২ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ জুলাই মাসে ছিল ১৪ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে জুলাই মাসের তুলনায় আগস্টে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা বা ৫৮ শতাংশ।
ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপরে আগস্ট মাসে ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা।
অপরদিকে সরকার জুলাই মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১১ কোটি ৪৯ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন