ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশ গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির ও নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদসহ বিএনপির দুইজন, জামায়াতের পাঁচজন ও ডাকাতি মামলার একজনসহ ওয়ারেন্টভুক্ত সাতজন আসামিকে আটক করেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, নাশকতা মামলার আসামি নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ, জলিলপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক, গাড়াপোতার আনোয়ার হোসেন, সোনাইডাঙ্গার বাবলু দেওয়ান, দারিয়াপুরের মন্টু, বিএনপি নেতা সামন্তার খলিলুর রহমান ও লুৎফর রহমানকে আটক করা হয়েছে। এ ছাড়া ডাকাতি মামলার আসামি ইকবাল ও ওয়ারেন্টভুক্ত আরো সাতজনকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন