শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্ত্রীর লাশ ফেলতে গিয়ে স্বামী আটক

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

কুমিল্লায় রত্না ওরফে রিয়া (২১) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার পর রাতের অন্ধকারে রাস্তার পাশে লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন স্বামী নাজমুল হাসান। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটক নাজমুল হাসান জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মদিনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। স্থানীয়রা জানায়, কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মুদি দোকানের পরিচালনা করেন নাজমুল হাসান। ওই দোকানে দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের রত্নার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রায় দেড় বছর আগে উভয়ের বিয়ে হয়। এটি নাজমুলের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নাজমুল হাসান বলেন, রত্না বিভিন্ন সময় ব্লাকমেইল করে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মাঝে মাঝে বাড়ি থেকে চলেও যেতেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন