বরিশালের হিজলা উপজেলায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক শামীম সরদার উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের নূরে আলম সরদারের ছেলে। নিহত সালমা বেগম (৩০) একই গ্রামের নেছার হাওলাদালের মেয়ে।
রোববার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, শনিবার (৩ নভেম্বর) দিনগত মধ্যরাতে নিহত সালমার সঙ্গে তার স্বামী শামীমের ঝগড়া হয়। একপর্যায় শামীমের মারধরে স্ত্রী সালমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সালমাকে রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন