ভাত রাঁধতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে স্বামী। হত্যার পর লাশটি ঘরের আড়ার সাথে ঝুঁলিয়ে রাখা হয়। খুলনার পাইকগাছা পৌরসভার বাতিখালি গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী বাবলু রহমানকে (৪০) আটক করেছে। নিহত স্ত্রী শিউলীর (২৫) লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, স্ত্রীকে হত্যা করে ঘরের আড়ায় রশি দিয়ে ঝুঁলিয়ে রাখার অভিযোগে স্বামী বাবলু রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। ভাত রান্না করতে দেরি হওয়ায় বাবলু কাঠ দিয়ে স্ত্রী শিউলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন