সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক সরকারকে উৎখাত ও বিস্ফোরক দ্রব্য দিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অভিযোগে সোনারগাঁও থানা বিএনপি ও সাদিপুর ইউনিয়ন বিএনপিসহ ৪৪ জন নেতাকর্মীর নামে মামলা করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত রোববার রাতে ৪৪ জনের নাম উল্লেখ করে আরো ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়। মীরের টেক পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিমকে প্রধান আসামি ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কারমরুজ্জামান মাসুমকে দ্বিতীয় আসামি করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন