রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে একটি মাইক্রোবাস পড়ে গেছে। এতে মাইক্রোবাসের চালক আহত হন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বেলা ১০টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে। ওই চালক রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ সেলিম জানান, গতকাল ভোর সাড়ে ৬টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের ওপর দিয়ে মাইক্রোবসাটি (ঢাকা মেট্রো চ- ১৬-০০৫৬) যাচ্ছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে লেকে পড়ে যায়। চালক দরজা খুলে বাইরে বেড়িয়ে আসেন। পরে পুলিশ সদস্যরা তাকে পানি থেকে কূলে উঠান। তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় চালক একাকি মাইক্রোবাসে ছিলেন। স্বজনদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে চালককে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
এসআই আরও বলেন, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি গাড়িটির মালিক। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বেলা ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি লেক থেকে উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাস্তা ফাঁকা পেয়ে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। তার মুখ থেকে মাদক দ্রব্যের গন্ধ বের হচ্ছিল বলেও কয়েকজন জানান।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক বলেন, বেলা পৌনে ১০টায় দুর্ঘটনার খবর পেলে অ্যাম্বুলেন্সসহ গাড়ি উদ্ধারের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা চেষ্টা চালিয়ে লেক থেকে গাড়িটি উদ্ধার করে। গাড়িটি পড়ে যাওয়ার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, দুর্ঘটানর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। এ ঘটনায় কোন মামলা হয়নি। তিনি আরও বলেন, হাতিরঝিল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাইক্রোবাসটি জব্দ করেছে। তারা রেলিং সংস্কারে ক্ষতিপূরণ দাবি করেছে। যথাযথ ক্ষতিপূরণ পেলে মাইক্রোবাসটি মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন