চট্টগ্রামের বোয়ালখালীর শাহ মাবুদিয়া দরবার শরীফে “পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে” আজিমুশ্শান মিলাদ মাহফিল গত সোমবার বাদ আছর হতে অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির ব্যাবস্থাপনায় মাহফিলে ছদারত করেন দরবারের সাজ্জাদান্শীন পীরে ত্বরিক্বত আল্লামা অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরী (মা.জি.আ.)। মাহফিলে আলোচনায় অংশ নেন, দরবারের শাহজাদা আল্লামা আলহাজ্ব আবদুল করিম আলকাদেরী, নিকাহ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ শাহী এমরান কাদেরী, অধ্যাপক আল্লামা ছৈয়দুল হক আনসারী, আলহাজ্ব মাওলানা নজির আহমদ নক্সবন্দী, আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা ইমাম উদ্দিন রহীমি, ব্যাংকার মাওলানা শরাফত উদ্দিন কাদেরী, মাওলানা রুহুল আমীন রহীমি, হাফেজ তৌহিদুল আলম আকিব প্রমূখ। এতে বক্তারা বলেন, আকায়ে মাওলা রাসুলে আকরাম (সা.)এর প্রতি মহব্বত ঈমানের মূল অংশ আর আওলাদে রাসুল (সা.)’র মহব্বত ঈমানের পূর্ণতা। রাসুল (সা.)এর মহব্বত ছাড়া মুসলমান হবে, কিন্তু মুমিন হওয়া সম্ভব নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন