চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের শিক্ষক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঢাবি, রাবি, জাবি ও জবি-এর ৫০ জন শিক্ষকের বিবৃতিকে মিথ্যাচার বললেন চবি ছাত্রলীগ। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে তারা এ দাবি করেন।
লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতারা দাবি করেন, ৫০ জন শিক্ষক সত্যকে লুকিয়ে বিবৃতি প্রদান করেছেন। মাইদুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে তাকে জেলে নেয়া হয়েছে। কিন্তু বিবৃতিতে শিক্ষকরা দাবি করেছেন, মাইদুল ইসলাম কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন দেয়াকে অন্যায় হিসেবে গণ্য করা হয়েছে। এর শাস্তি স্বরূপ তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ফেসবুকে সরব ছিলেন শিক্ষক মাইদুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন