শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

মুশফিক-লিটনের লম্বা লাফ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

ক্রমশ নিজের সেরা ছন্দে ফিরছেন মুস্তাফিজুর রহমান। ফিরে পাচ্ছেন নিজের গতি। নতুন-পুরান দুই বলেই এশিয়া কাপে ছড়িয়েছেন দ্যুতি। তার ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে।

আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া মুস্তাফিজ পৌঁছেছেন ক্যারিয়ার সেরা ৬৫১ রেটিং পয়েন্টে। ২৭ নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তজা। ২৯ নম্বরে সাকিব আল হাসান। এশিয়া কাপে দারুণ বোলিং করা রুবেল হোসেন আছেন ৪২ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে আছেন রশিদ। তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কুলদীপ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়া তামিম ইকবাল ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ১৪ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। সেরা বিশে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ২৯ নম্বরে আছেন সাকিব। আরেক ব্যাটিং ভরসা মাহমুদউল্লাহ ৪০ নম্বরে। ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দিয়েছেন লম্বা লাফ। ১০৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১৬ নম্বরে। এশিয়া কাপে বিশ্রামে থাকা ভারতের বিরাট কোহলি ধরে রেখেছেন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। তিনে আছেন ইংল্যান্ডের জো রুট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন