ক’দিন আগেই ঢাকায় হওয়া সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রাক বাছাইয়ের ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৭ গোল দিয়েছিলো বাংলাদেশের কিশোরীরা। এই সুখস্মৃতি নিয়ে ভুটানে উড়ে যাওয়া অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ দলের সঙ্গী সেই দলটির প্রায় ১০জন সদস্য। সেই ধারায় বজায় রাখতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই নেমেছিল বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না, মার্জিয়ার হ্যাটট্রিকে বিশাল জয়ে সে লক্ষ্য পূরণ করেছে মেয়েরা।
গতকাল থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ১৭-০ গোলে জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল। স্বপ্না ৭টি, মার্জিয়া ৪টি, শিউলি আজিম ২টি গোল করেন। বাকি চার গোলদাতা আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন ও কৃষ্ণা রানী।
ম্যাচের সপ্তম মিনিট থেকে শুরু, গোল বন্যার শেষ হয় শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে। প্রথমার্ধে ৮ গোলের পর দ্বিতীয়ার্ধে ৯ গোল দেয় বয়সভিত্তিক দলটি। কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে বড় জয়ের ধারাবাহিকতায় থাকল দল। দাপুটে এই জয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে দল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন