বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নির্বাচনকালীন সরকারসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি ঢাকা জেলা প্রশাসকের কাছে দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ অক্টোবর) ঢাকা জেলা বিএনপি’র উদ্যোগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রওশন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী’র নেতৃত্বে স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন নাজিম এবং ঢাকা জেলা ছাত্রদল সভাপতি হাজী দেলোয়ার হোসেন মাসুমসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন