শিক্ষাগত যোগ্যতা উন্নত করে নূন্যতম- ১৬ গ্রেডে বেতন স্কেল প্রদানসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখার এমপিওভুক্ত ল্যাব সহকারীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ’
রোববার (২৩ অক্টোবর) দুপুরে মাউশির মহাপরিচালকের কাছে এ স্মারকলিপি দিয়েছে তারা। তাদের দাবিগুলো হলো- শিক্ষাগত যোগ্যতা উন্নত করে নূন্যতম- ১৬ গ্রেডে বেতন স্কেল প্রদান করতে হবে। সঠিক কর্ম নীতিমালা প্রণয়ন করতে হবে। ও ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত সকলদের জন্য সকল শর্ত শিথিলযোগ্য করতে হবে।
ল্যাব সহকারী ঐক্য পরিষদের স্মারকলিপিতে বলা হয়েছে, এমপিওভুক্ত কলেজ সমূহের ল্যাব সহকারীদের বেতন কাঠামো চরম বৈষ্যমতা লক্ষ করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরী সহকারীদের বেতন গ্রেড- ১০ এবং অন্যান্য ল্যাব সহকারীদের বেতন গ্রেড-সর্বনিম্ন ১৬। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভাগে ল্যাব সহকারীদের গ্রেড দেওয়া হচ্ছে-১৮ যা চরম বৈষম্য লক্ষনীয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, অন্যদিকে আমাদের সঠিক কর্ম নীতিমালা না থাকার জন্য অনেক কলেজে ল্যাব বহির্ভূত অনেক কাজ করানো হচ্ছে। এতে করে ল্যাবের কাজে ব্যাঘাত ঘটছে।
বৈষম্য দূর করতে তিন দফা দাবি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানান ল্যাব সহকারী ঐক্য পরিষদের নেতারা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রশিদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন