চট্টগ্রামের মীরসারাইয়ের জোরারগঞ্জ এলাকার জঙ্গি আস্তানার সেই বাড়িটি থেকে কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার সকালে ঘটনাস্থলে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মুফতি মাহমুদ খান বলেন, ‘বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের ডিসপোজাল ইউনিট বাড়িটির চারপাশে অভিযান চালাচ্ছে। কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। আরও বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় কিনা তা দেখা হচ্ছে। আস্তানার ভেতরের অবস্থা কি তা জানাতে কিছুটা সময় লাগবে।’ এর আগে ঢাকা থেকে সকাল ৯টার দিকে ঘটনাস্থালে পৌঁছায় বোম্ব ডিসপোজাল ইউনিট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন