শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বসিলায় ‘জঙ্গি আস্তানা’ ঘেরাও, আটক ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১০:২১ এএম | আপডেট : ১০:২৮ এএম, ২৯ এপ্রিল, ২০১৯

রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বসিলায় মেট্রো হাউজিং প্রজেক্টে একটি বাড়িতে সন্দেহভাজন জঙ্গিরা আত্মগোপন করে আছে এমন সন্দেহে র‌্যাব সেখানে অভিযান চালায় রাত প্রায় সাড়ে তিনটার দিকে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, আইন প্রয়োগকারীদের উপস্থিতি টের পাওয়ার পর ওই বাড়িটির ভিতর থেকে কয়েক দফা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভোর ৪টা ৪৫ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ হয় ভবনের ভিতরে।

এতে ভিতরে অবস্থানরতদের কেউ হতাহত হয়ে থাকতে পারেন। তাই বিশেষ টিমের জন্য র‌্যাব অপেক্ষা করছে বলে জানিয়েছেন মুফতি মাহমুদ খান। এরই মধ্যে ওই বাড়ির একজন কেয়ারটেকার ও স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করেছে আইন প্রয়োগকারীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন