রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রড স্টুয়ার্টের নতুন বয়সোপযোগী অ্যালবাম

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

‘ব্লাড রেড রোজ’ অ্যালবামের গানগুলো লেখার সময় কিংবদন্তীতুল্য গায়ক রড স্টুয়ার্ট পুরো সচেতন ছিলেন যে তিনি কোন ধরণের গান লিখবেন না। তিনি জানান তিনি কখনও চাননি ‘স্টে উইথ মি’, ‘হট লেগস’ এবং ‘টুনাইট’স দ্য নাইট’ জাতীয় গান লিখতে। ‘তিনি বলেন, “আমি আরও বয়সোপযোগী গান লিখতে আগ্রহী ছিলাম, আর আশা করি আমি এই কাজে আমি সফল হয়েছি।” এই নতুন অ্যালবামটি ৭৩ বছর বয়সী গায়কটির এক পুনর্জাগরণের পর্যায় বলা চলে যা শুরু হয়েছিল ২০১৩’র ‘টাইম’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে। তা অব্যাহত হয়েছে ২০১৫’র ‘অ্যানাদার কান্ট্রি’ দিয়ে। আর আগে তিনি প্রায় এক দশক গান লেখা বন্ধ রেখে ‘গ্রেট অ্যামেরিকান সঙবুক’ সিরিজে শুধু অন্যের গান কাভার করেছেন। তিনি মনে করেন আত্মজীবনী ‘রড : দি অটোবায়োগ্রাফি’ তার গান লেখার সূচনায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তিনি জানান এই সময় তিনি উপলব্ধি করেন রাত জেগে গান লেখা এখন আর জরুরি নয়। তিনি বলেন, “ আমি সাধারণত মাসের মত স্টুডিওতে বন্দি থেকে এই কাজ করতাম। ড্রামসের আওয়াজের জন্য আমরা প্রতিদিন দুই ঘণ্টা ব্যয় করতাম, প্রক্রিয়াটি খুব শ্রমসাধ্য হয়ে পড়েছিল।” ‘ব্লাড রেড রোজ’ অ্যালবামটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন