রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন রূপে আসছে দুরন্ত টিভির দুরন্ত সময়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দুরন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দূরন্ত সময়’-এর সিজন দুই প্রচারে আসছে ১৪ আক্টোবর থেকে। তবে ‘দুরন্ত সময়’ এর দ্বিতীয় সিজন আসছে নতুন রূপে। এই অনুষ্ঠানটির মাধ্যমে শিশুদের খেলতে খেলতে ব্যায়াম শেখানো হয়। নতুন সিজনে তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়। অনুষ্ঠাটি যৌথভাবে পরিচালনা করছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। প্রধান সহকারী পরিচালক আমিনা নওশিন রাইসা। চিত্রগ্রহণ পরিচালক হিসেবে ছিলেন আজিমুল হক আরজু। নির্বাহী প্রযোজক সুমনা সিদ্দিকী। প্রথম সিজনে অনুষ্ঠানটিতে স্বল্প আকারে ছড়া থাকলেও এবার প্রতি পর্বে তিনটি করে ছড়াগান থাকবে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানে মোট ৭১টি ছড়াগান ব্যবহৃত হয়েছে। গানগুলো লিখেছেন জুয়েল কবীর আকাশ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদা সুলতানা। এছাড়া প্রতি পর্বে একটি করে পেশার সঙ্গে পরিচয় ঘটানোসহ সে পেশার মানুষদের ওপর এবং বিভিন্ন দেশীয় গ্রামীণ খেলার ওপর নির্মিত তথ্যচিত্র দেখানা হবে। শেখানো হবে- ক্রাফট, ছবি আঁকা, অরিগামি, ছায়াপুতুল, ক্যালিগ্রাফি ইত্যাদি নানান মজার বিষয়। প্রতি পর্বে বাংলাদেশের একটি করে প্রাণী সম্পর্কেী জানানো হবে শিশুদের। আর শিশুদের আনন্দের মাধ্যমে শেখানোর জন্য প্রতি পর্বে হাজির হবে মূকাকু নামে আকর্ষণীয় একটি চরিত্র। অনুষ্ঠানটির ছড়া গানগুলোর নাচের কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন সুইটি দাশ চৌধুরী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী আফরা, পারিশা, ঋদ্ধি, প্রহর, রোজা, মেধা, আরবিন, লারিসা, নোরা, ফাবিহা, আতিকা। খালামনি চরিত্রে তন্নি, প্রেমা, সোমা, সিন্থিয়া ও চাচ্চু চরিত্রে আকাশ। মূকাকু নামে চরিত্রে অভিনয় করেছেন মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। মূকাভিনয় এর মূ এর সঙ্গে কাকু এর সংযোগ ঘটিয়ে চরিত্রটির নাম রাখা হয়েছে মূকাকু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন