জনপ্রিয় অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেল। তার ভক্তের সংখ্যা অগনিত, হওয়াটাই স্বাভাবিক। কারণ অভিনয়, গান, কবিতা—তিনটি মাধ্যমেই সফল তিনি। সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব মারজুক রাসেল। বিভিন্ন সময় স্ট্যাটাস কিংবা ভিডিও পোস্ট করে নিজের উপস্থিতির জানান দেন তিনি। কিন্তু আকস্মিকভাবেই অভিনেতার ফেসবুক আইডিটি গায়েব হয়ে গেছে।
এ বিষয়ে মারজুক রাসেল জানিয়েছেন, মূলত একাধিক রিপোর্ট পড়ায় তার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে।
মারজুক রাসেল বলেন, ‘আকস্মিকভাবেই আমার ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। এর কারণ হিসেবে মনে হচ্ছে, একাধিক রিপোর্ট করা হয়েছিল ওই অ্যাকাউন্টে। আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তবে একটি পেজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি।’
উল্লেখ্য, ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৪ সালে মারজুক রাসেল অভিনয়ে অভিষিক্ত হন। তার প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ’। তবে বর্তমানে অভিনয়েই বেশি ব্যস্ত মারজুক রাসেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন