শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আবারো ট্রেবল জয়ের স্বপ্ন

‘মেসি অন্য পর্যায়ের’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বার্সেলোনা ক্যারিয়ারে দুইবার মর্যাদার ট্রেবল শিরোপা জিতেছেন লিওনেল মেসি। তবে ২০১৫ সালের পর থেকে কাতালান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে দূরে রয়েছেন তিনি। এবার সেই ক্ষুধা মেটাতে এরই মধ্যে পন করেছেন দলের প্রাণ ভোমরা। ‘অনেক দূরের’ সে লক্ষ্যে ভালোই এগিয়েছেন আর্জেন্টাইন তারকা। লা লিগায় শেষ তিন ম্যাচে জয় বঞ্চিত ছিল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়নস লিগে ওয়েম্বলিতে টটেনহামের বিপক্ষে খেলতে গিয়ে জ্বলে উঠলেন মেসি। নিজে দুই গোলসহ সতীর্থের বাকি দুটিতেও অবদান ছিল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। অসাধারণ গোলে জয়ের পর মেসি জানিয়েছেন আবারো ট্রেবল শিরোপা জিততে চান তিনি।

চ্যাম্পিয়নস লিগে স¤প্রতি দারুণ ফর্মে রয়েছেন মেসি। গত দুই ম্যাচে এক হ্যাটট্রিকসহ বার্সার হয়ে মোট পাঁচ গোল করেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে আবারো মর্যাদার চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রত্যয় ব্যক্ত করে মেসি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ হচ্ছে কেকের ওপর বরফ ছড়িয়ে দেওয়ার মতো। চ্যাম্পিয়নস লিগে ভালো করতে হলে লিগ এবং কাপেও ভালো করতে হবে। আমরা দলের ওপর বাড়তি চাপ দিব না। চ্যাম্পিয়নস লিগ বিশেষ, কিন্তু আমরা লিগ এবং কাপের জন্যও লড়াই করব।’

তার এই ইচ্ছার প্রতি সমর্থনও পাচ্ছেন বেশ। বিশ্বের অন্য সব খেলোয়াড়ের চেয়ে প্রিয় সর্তথকে এগিয়ে রাখছেন বার্সেলোনার জর্ডি আলবা ও ইভান রাতিটিচ। তাদের মুখে ঘুরে ফিরেই আসছে, ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার আর্জেন্টাইন এই তারকার পাওয়া উচিত ছিল।

এ বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি ৩১ বছর বয়সী মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। তবে টটেনহাম ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কায় মেসিকে অন্য স্তরের খেলোয়াড় বলে দাবি করে আলবা বলেন, ‘আমার কাছে, বর্ষসেরার পুরস্কারটা ভুল। মদ্রিচ অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা। কিন্তু মেসির অবস্থান আলাদা টেবিলে, সে অন্য একটা পর্যায়ে খেলে। আরও একবার সে দেখিয়েছে যে সে বিশ্বের সেরা।’

আলবার সঙ্গে একমত বার্সেলোনার ক্রোয়াট মিডফিল্ডার রাকিটিচও, ‘লুকা মদ্রিচের অসাধারণ একটা মৌসুম কাটানোর মতো পরিস্থিতি কখনও কখনও হয়। আর সম্ভবত মানুষ একটু পরিবর্তন চায়। কিন্তু সবাইকে সম্মান করেই বলছি, লুকা এবং অন্যরা জানে যে একজন খেলোয়াড় আছে যে অন্যদের চেয়ে আলাদা। আর সে হলো লিও মেসি।’

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতা মিলে দশ ম্যাচে করেছেন দশ গোল। সতীর্থদের পাঁচটি গোলে অবদানও আছে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন