রাজধানীর উত্তরায় রাস্তা আটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচী পালন করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বিকাল ৪টায় গণসংযোগ শুরু হবার কথা থাকলেও তিনটা থেকেই নেতাকর্মীরা আজমপুরের আমির কমপ্লেক্সের সামনে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে নেতাকর্মীদের ভীড়ে মূল সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, অনুমতি নিয়েই তারা সমাবেশ করছে।
উল্লেখ্য, সাপ্তাহব্যাপি গণসংযোগের শেষ দিনে উত্তরার এ অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন