শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্যারিস্টার মওদুদের বাড়ীতে হামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ৬:১০ পিএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের কোম্পানীগঞ্জস্থ বাসায় হামলা ভাঙচুর ও বিএনপির ৩ নেতাকে আটকের প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জেলা শহরস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের বাসভবনে সংবাদ সম্মেলন করে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপির। এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর বিএসসি, সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমানসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
উল্লেখ্য গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী ও মাথায় হেলমেট পরা ৩০/৩৫ জন সশস্ত্র দুর্বৃত্ত ব্যারিষ্টার মওদুদ আহমদ এর গ্রামের বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর করে। এ সময় বাড়ীর কলাপসিবল গেটের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। বাড়ীর সামনে মাদ্রাসার প্রাঙ্গনে পোস্টার ও ব্যানার ভাংচুর করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এটি রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিঃভূত। আমরা উক্ত ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাই। ঘটনার সাথে জড়িত আইনে আওতায় এনে বিচারের দাবীও করেন তারা।
বসুরহাট পৌরসভা বিএনপিসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন জানান, উক্ত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ আমাদের তিন নেতাকর্মী আটক করছে,তারা হলো বিএনপির নেতা আবদুল হাই, শাহজাহান ও মেছবাহ উদ্দিন সৈকত। এছাড়া বিএনপির ৩৩ জন নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন