শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন কমেডি শো নিয়ে আসছেন কপিল শর্মা

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

কপিল শর্মার ভক্তদের জন্য সুখবর, কিং অফ কমেডি নামে খ্যাত এই কৌতুকশিল্পী অচিরেই নতুন টিভি শো নিয়ে ফিরছেন। টুইটারের মাধ্যমে তিনি এই খবরটি জানিয়েছেন। “শিগগির ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি শুধু সোনি টিভিতে। বাড়তি কোনও খরচ ছাড়াই টাটাস্কাইয়ে সোনি টিভির দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এই নম্বরে যোগাযোগ করুন,” তিনি টুইট করেছেন। সম্প্রতি তিনি নিরাময় কেন্দ্র থেকে মদের আসক্তি কাটিয়ে উঠেছেন। শারীরিক আর মানসিকভাবে তিনি ভক্ত দর্শকদের মাতাতে আবার প্রস্তুত। গত কয়েকটি মাস ব্যক্তিগত ও পেশাগত পর্যায়ে কপিলের সময় খুব ভাল কাটেনি। এজন্য তিনি শুটিংয়ে অনুপস্থিত ছিলেন। টুইটারে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন আর সংবাদ মাধ্যমের সদস্যদের আক্রমণ করেছেন। এই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন কয়েকজন কৌতুকশিল্পী। ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য তারা তাকে পরামর্শ দিয়েছিলেন ছুটি নিয়ে তিনি যেন তার বিপর্যস্ত মানসিক অবস্থা সামলে ওঠেন। তার সর্বশেষ শো ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’র নির্মাতারাও এর সমর্থন দেয়। ২০১৭ সালে সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে এক আন্তর্জাতিক বিমান যাত্রায় কথা কাটাকাটি আর কথিত হাতাহাতির পর থেকে যে তার সময় ভাল কাটছিল না এখন তা নিশ্চিত হওয়া গেছে। এর পর তিনি মদে আসক্ত হয়ে ওঠেন। আর তা যে তার ডিপ্রেশন থেকে উদ্ভূত তাও স্পষ্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন