সরকার দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে। আগামীতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমরা উলিপুরকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলব। এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যাবস্থার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আমরা বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু করেছি। গত শনিবার সন্ধ্যার পর কুড়িগ্রামের উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার এ সব কথা বলেন।
বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শামীম আখতার আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রাশেদুজ্জামান বাবু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ মো. মজিবর রহমান, উপ-পরিচালক যতিন্দ্রনাথ বর্মন, নবম শ্রেণির শিক্ষার্থী লিটন চন্দ্র বকসী প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সম্মননা প্রদান শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন