শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঝিনাইদহে ধান ক্ষেতে যুবতীর লাশ

ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নিসৃংহপুর মাঠ থেকে অজ্ঞাত (২২) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গন্ডবিলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে যুবতীর পরিচয় পাওয়া যায়নি। যুবতীর পরনে বোরখা রয়েছে। দেখে মনে হচ্ছে মেয়েটির সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। স্থানীয়রা জানান, মহারাজপুরের খড়িখালী নিসৃংহপুর গ্রামের গন্ডবিল মাঠে সেচ ক্যানালের মধ্যে অজ্ঞাত যুবতীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। ক্যানালের মধ্যে চটের বস্তা পেড়ে হাত বাধা অবস্থায় লাশটি পড়ে ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও ওসি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন