মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না

-মোসাদ্দেক বিল্লাল আল মাদানী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নির্বাচনী তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসেদ্দক বিল্লাহ আল মাদানী বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়াতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহা-সচিব আলহাজ আমিনুল ইসলাম, নগর সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, নগর সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল ও আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার নীল-নকশার নির্বাচন করার চক্রান্ত করছে। জাতি এ নীল-নকশায় নির্বাচন বাস্তবায়ন হতে দেবে না।
সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, বির্তকিত নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তাই তফসিল ঘোষণার পূর্বেই নির্বাচন কমিশন পূণর্গঠন করে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন