কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূজামন্ডপ থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভুলু চন্দ্র সরকার (৪৫) নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযুক্ত ভুলু চন্দ্র সরকারকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি পাঁচপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক পাহাড়পুর পশ্চিমপাড়া গ্রামের মৃত নিশি চন্দ্র সরকারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ভিটি পাঁচপুকুরিয়া গ্রামের শাহ আলমের চতুর্থ শ্রেণিপড়ুয়া ছাত্রী পাঁচপুকুরিয়া এলাকায় দুর্গাপূজা দেখতে যায়। মন্ডপ থেকে বাড়ি ফেরার পথে ভুলা চন্দ্র মেয়েটির মুখ চেপে রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার ও ধর্ষককে আটক করে। পরে মুরাদনগর থানার এসআই আ. সুলতানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ভুলা চন্দ্র সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ আলামত হিসেবে মেয়েটির পরনের পড়া কাপড় তাদের হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুর আলম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন