শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাজবাড়িতে পাসপোর্ট দালাল আটক

গোয়ালন্দ (রাজবাড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাজবাড়ি সদর উপজেলার খানখানাপুর কুন্ডুপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে পাসপোর্ট দালাল নিতাই কুন্ডুকেু (৫৮) আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ সদস্যরা।

গতকাল দুপুরে ২৮টি পাসপোর্ট, ১১টি ভোটার আইডি কার্ড, নগদ ২৬ হাজার ৬শ’ টাকা, ৫১ বিদেশি ডলার ও বিপুল পরিমাণ পাসপোর্টের আবেদন ফর্মসহ তাকে আটক করা হয়।
আটককৃত নিতাই কুন্ডু খানখানাপুর কুন্ডুপাড়া এলাকার মৃত অরবিন্দ কুন্ডুর ছেলে এবং পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য।
জানা গেছে, আটককৃত নিতাই কুন্ডুর বিরুদ্ধে পাসপোর্ট দালাল আইনে একটি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি জামিনে বের হয়ে আবারো একই কর্মকান্ড চালাতে থাকেন।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, নিতাই কুন্ডু রাজবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন দালাল। রাজবাড়ি সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে পাসপোর্ট দালাল আইনে আরো একটি মামলা করা হবে বলে জানান মো. রইছ উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন