বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টনের দুই আসর

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

পর পর দু’টি আন্তর্জাতিক আসরের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। আগামী ১১ থেকে ১৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ এবং ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ দুই টুর্নামেন্টের জন্য সিনিয়র বিভাগে ১২ জন পুরুষ ও মহিলা শাটলার এবং জুনিয়র বিভাগে ১২ জন বালক ও বালিকা বাছাই করেছে ফেডারেশন। জাতীয় র‌্যাঙ্কিংভুক্ত সিনিয়র প্রথম আটজন পুরুষ এবং চারজন মহিলা শাটলার হলেন- গৌরভ সিংহ, মাঙ্গাল সিংহ, শুভ খন্দকার, তুষার কৃষ্ণ রায়, জুমার আল-আমিন, আরিফুল ইসলাম তুহিন, আহসান হাবিব পরশ, সিবগাত উল্লাহ, এলিনা সুলতানা, শাপলা আক্তার, বৃষ্টি খাতুন, রেহানা খাতুন। জাতীয় র‌্যাঙ্কিংভুক্ত জুনিয়র প্রথম আটজন বালক (অনুর্ধ-১৫ থেকে ৪জন ও অনুর্ধ-১৮ থেকে ৪জন) এবং চারজন বালিকা (অনুর্ধ-১৮ থেকে) হলেন- লোকমান, হানিফ, রাজেশ, নাঈম, সিবগাত উল্লাহ, মাঙ্গাল সিংহ, গৌরভ সিংহ, সোয়াদ, উর্মি, রেশমা, প্রিয়া, ক্যামেলিয়া। ১ নভেম্বর থেকে মালয়েশিয়ান কোচ আরভিন্দ ভার্মা জেভা নানথানের অধীনে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে দুই দলের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন