বাংলাদেশের চিকিৎসকরা সচেতন নাগরিক হিসেবে অবগত, দেশের উল্লেখযোগ্য অংশ আর্থিকভাবে দুর্বল। এর মধ্যে ১৫ শতাংশ (প্রায় দুই কোটি ৪০ লাখ) দরিদ্র। তারা অসুস্থ হলে চিকিৎসকের ফি ও ওষুধের দামের কারণে অনুমোদিত চিকিৎসকদের কাছে যান না। আধুনিক চিকিৎসাসেবা তাদের কাছে স্বপ্নবিলাস। অনেক চিকিৎসকই প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় কিছু পরীক্ষা করার ব্যবস্থাপত্র দেন। রোগীর পরীক্ষা-নিরীক্ষায় তাদের আরও সচেতন হওয়া, অপ্রয়োজনীয় টেস্ট এড়িয়ে যাওয়া ও দামি ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। রোগ সারাতে এসে রোগী যেন আরও দারিদ্র্যের কবলে না পড়ে, সেদিকে দৃষ্টি দিতে চিকিৎসকদের সবিনয়ে অনুরোধ করছি।
মো. আশরাফ হোসেন,
ব্যাংক টাউন, সাভার, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন