মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঝিনাইদহে ব্যারিষ্টার মইনুলের বিরুদ্ধে দুই মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ৫:১৮ পিএম

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ঝিনাইদহে একটি ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫’শ ২০ কোটি টাকার পৃথক ২ টি মানহানি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে মামলা দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন। মামলায় বাদীরা উল্লেখ করেন গত ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। যা নারী সমাজের জন্য অপমানজনক ও মানবাধিকার লঙ্ঘন। এ কারণে তারা মামলা দায়ের করেছেন। মামলায় বাদী খালেদা খানম ৫’শ কোটি ও এ্যাড. সালমা ইয়াসমিন ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিকালে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন