শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ২:৩০ পিএম
ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড ও চুটলিয়া মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- শহরের আরাপপুর এলাকার মৃত শাসসুদ্দিনের ছেলে আল আমিন ও একই শহরের হামদহ পুলিশ লাইন পাড়ার ওয়াদুদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম।
 
 
ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, শনিবার সকালে আল আমিন আরাপপুর বাসস্ট্যান্ড রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এক কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পথচারী আরও একজনকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে আল আমিন মারা যান। অপর আহত বৃদ্ধ আজিজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
 
অপরদিকে শুক্রবার রাতে শহরের চুটলিয়া মোড় এলাকায় একটি গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার পরিবারের দাবি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন