জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দেয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি গতকাল সকাল ১০ টায় বিএনপির কার্যালয় সম্মুখ প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। মাসুদ অরুণ বলেন রাজনৈতিক প্রতিহিংসায় সাজানো মামলায় এই রায় সরকারের ইচ্ছায় হয়েছে। তিনি বলেন জণগণের সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরূদ্ধারে অবশ্যই বিজয় অর্জিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন