জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনি. যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ। পরে তাদের পানীয় পান করিয়ে অনশন ভাঙান কুড়িগ্রাম জেলা আইনজীবী ফোরামের সভাপতি বিশিষ্ট আইনজীবী, ফকরুল ইসলাম, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মাহবুবা হোসেন চুমকীসহ আইনজীবীরা।
অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করার জন্য বর্তমান সরকার ফরমায়েশি রায় দিয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন