চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী ৫ নভেম্বর উদ্বোধন করা হবে। মূল অনুষ্ঠান আগামী বছরের ফেব্রæয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির কক্ষে চবি সাংবাদিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
মতবিনিময় কালে লিখিত বক্তব্যে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সমন্বয়কারী প্রফেসর ড. মো এনায়েত উল্যা পাটওয়ারী জানান, নভেম্বরের ৫ তারিখ বিভাগের পক্ষ থেকে ৫০ বছর পূর্তির কেক কাটা, বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিভাগের প্রক্তন শিক্ষার্থীরা চাইলে অংশ নিতে পারবেন। তবে ফেব্রুয়ারি মাসে জাকজকমপূর্ণভাবে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। এ উপলক্ষে দ্রুতই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে। তিনি আরো জানান, এ বিভাগের বহু প্রক্তন শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকরা দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান মহামিলন মেলায় পরিণত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন