শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অপরাধ রোধে সেনবাগে সিসি ক্যামেরার উদ্বোধন

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জঙ্গিবাদ, মাদক, চুরি, ডাকাতি প্রতিরোধে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দীর দুলামিয়া চৌকিদারহাট নতুনবাজারকে সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে। স্বেচ্চাসেবী সংগঠন অ্যাডুকেশন মনিটর গ্রুপ (ইএমজি) প্রায় ৭৫ হাজার টাকা ব্যয়ে ওই ক্লোজ সার্কিট ক্যামরা (সিসি ক্যামরা) স্থাপন করে। এ উপলক্ষে গত শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে সিসি ক্যামরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনবাগ থানার ওসি মিজানুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারি আবদুল আউয়াল। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনর সভাপতিত্বে ও বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কামাল উদ্দিন এবং ইএমজির সদস্য আজিজুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন ইএমজির সদস্য মিজানুর রহমান হারুন, সাইফুল ইসলাম, নুর নবী মানিক, আবু জাফর মিলন্টন, বাজার কমিটির সভাপতি শাহাজাহান মানিক প্রমুখ। উল্লেখ্য, সেনবাগ পৌরশহরসহ বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ইভটিজিং, মাদকসহ নানা অপরাধ দমনে সিসি ক্যামেরার গুরুত্ব অপরিসীম। ইএমজি সংগঠনটি তাদের ১৭ জন পরিচালকের মাধ্যমে দীর্ঘ ২০ বছর ধরে সেনবাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাশ্রমে কাজ করছে সংগঠনটি। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন