শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি’র ৯ নেতার জামিনের মেয়াদ বৃদ্ধি নামঞ্জুর

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ওবায়দুল হাসান-এর যৌথ বেঞ্চ সখিপুর বিএনপি’র ১০ নেতাকে ৪ সপ্তাহের জন্য জামিন দেন। এ জামিনের সময় শেষ হয়ে যাওয়ায় গত রোববার তারা নিম্ম আদালতে জামিনের জন্য হাজির হলে একজন ব্যতিত সকলের জামিন না মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। সখিপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ব্যতিত যে নয় জনের জামিন না মঞ্জুর করা হয়েছে, তারা হলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান-বিএনপি সাংগঠনিক সম্পাদক সিকদার মু.ছবুর রেজা,সখিপুর পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন মাষ্টার, পৌর বিএনপি সাধারন সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো.পাভেল তালুকদার, উপজেলা যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন,যাদবপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মো.আকবর হোসেন, পৌর যুবদল সভাপতি কামরুল সিকদার,পৌর ছাত্রদল সভাপতি মোর্শেদ আলম সুমন। এর মধ্যে পৌর ছাত্রদল সভাপতি মোর্শেদ আলম সুমন ও ছাত্রদল নেতা রিপন দুইজনকে গত বৃহস্পতিবার সখিপুর থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আরেকটি মামলায় গ্রেফতার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সখিপুর থানার এস আই আসাদুজ্জামান বাদী হয়ে বিএনপি এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে আসামী করে মামলাটি দায়ের করেছে, এর পূর্বে ১৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এনিয়ে সখিপুর থানায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে দুইটি গায়েবী মামলা দায়ের করা হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন