শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উড়ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়! অবিশ্বাস্যই বটে। এর মধ্যে শেষ দুটি আবার তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। পরশু রাতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৭ রানে হারায় পাকিস্তান। টানা ম্যাচ জয়েও এখন তারা আফগানিস্তানের (১১) পরেই (৮)।
দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসের পথে বিরাট কোহলিকে (২৭) ছাড়িয়ে টি-২০ ক্রিকেটের দ্রুততম হাজার সান সংগ্রাহক বনে যান বাবর আজম (২৬)। মোহাম্মদ হাফিজ ৫৩ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ২ উইকেটে ৯৬ রানের পরও ১৯ বল বাকি থাকতে ১১৯ রানে গুটিয়ে যায় কিউই ইনিংস। অধিনায়ক উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৬০ রান। পাকিস্তানের পক্ষে শাদাব খান তিনটি, ওয়াকাস মাকসুদ ও ইমাদ ওয়াসিম দুটি এবং ফাহিম আশরাফ একটি উইকেট লাভ করেন। বাবর আজম ম্যান অব দ্যা ম্যাচ এবং মোহাম্মদ হাফিজ ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন