রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসি ইন, কৌতিনহো আউট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইনজুরি কাটিয়ে সদ্যই ফিরেছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। তবে এখনও মাঠে নামা হয়নি কোন প্রতিযোগিতামূলক ম্যাচে। তার আগেই আরও একটি দুঃসংবাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এবার ইনজুরিতে পড়েছেন দলের আরেক সেরা তারকা ফিলিপ কৌতিনহো।

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন কৌতিনহো। বাঁ-পায়ের ফেমোরাল বাইসেপসে ছোট্ট চিড় ধরা পড়েছে তার। তাই ক্লাব এবং দেশের হয়ে সামনের বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে এ ব্রাজিলিয়ানকে। তবে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পুরো ম্যাচই খেলেছিলেন তিনি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে গতপরশু বিষয়টি জানিয়েছে বার্সেলোনা, ‘বৃহস্পতিবার পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গিয়েছে যে ফিলিপ কৌতিনহোর বাঁ-পায়ের ফেমোরাল বাইসেপসে ছোট্ট চিড় দেখা গিয়েছে। তাই প্রায় দুই থেকে তিন সপ্তাহের জন্য বাইরে থাকতে হচ্ছে তাকে।’

যদি খুব দ্রæত ইনজুরি থেকে সেরা না উঠতে পারেন তাহলে চলতি নভেম্বরে কৌতিনহোকে মাঠে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। ঘরোয়া ফুটবলে আগামীকাল ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। এছাড়াও আগামী ১৬ ও ২০ নভেম্বর প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে উরুগুয়ে ও ক্যামেরুনের হয়ে মাঠে নামার কথা কৌতিনহোর। এ সবগুলো ম্যাচই মিস করবেন এ মিডফিল্ডার। দ্রæত সেরে না উঠলে ২৪ নভেম্বর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাবে না বার্সেলোনা।

শুধু তাই নয়, ২৮ নভেম্বর পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও রয়েছে শঙ্কায়। তবে চলতি নভেম্বরে বার্সেলোনার কোন অ্যাওয়ে ম্যাচ নেই। ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে দলটি। বর্তমানে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রæপ পর্ব দুই জায়গাতেই শীর্ষে আছে বার্সেলোনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন