সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘ভোটাধিকার নিশ্চিতে সব পদক্ষেপ নেয়া হবে’

স্টাফ রিপোর্টার রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই গ্রহণ করা হবে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। গতকাল জেলার সর্বোচ্ছ পর্যায়ের আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, রাঙামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অত্রাঞ্চলের আপামার জনসাধারণ তথা ভোটাররা যাতে করে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে একটি সুন্দর পরিবেশে আমরা নিশ্চিত করতে চাই। আর এজন্য রাঙামাটিবাসীর সহযোগিতাও কামনা করেছেন জেলা প্রশাসক। রাঙামাটির বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত আইন শৃঙ্খলা সভায় জেলার পুলিশ সুপার আলমগীর কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, জেলা আনসার এ্যাডজুটেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার, চেম্বার অব কমার্সের সভাপতি, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জুড়াছড়ি উপজেলা চেয়ারম্যানসহ সকল উপজেলাগুলোর ইউএনও এবং সরকারী-বেসরকারি প্রতিনিধিত্বকারি প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন