শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঝিনাইদহে ৩৪৭ মামলায় আসামি ৪১ হাজার ৭৪২

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঝিনাইদহে ঐক্যফ্রন্টের শরীক দল বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের শত শত নেতাকর্মী এখনো বাড়ি ফিরতে পারেনি। গ্রেফতার আতংক ও একাধিক মামলার হুলিয়া নিয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতা থেকে ওায়াড পর্যায়ের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতার ও হয়রানী বন্ধে সরকারের সুস্পষ্ট ঘোষনা না আসায় ভোটের হুইসেল বাজলেও বাড়ি ফিরতে পারছেন না ঐক্যফ্রন্টের শরীক দল বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের শত শত নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে এখন বিভিন্ন থানায় ৩৪৭টি মামলা। এ সব মামলায় আসামী হয়েছেন ৪১ হাজার ৭৪২ জন। এ সব নেতাকর্মীদের অনেকের ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে গেছে। কারো কারো মাঠের ধান পেকে গেলেও কাটতে পারছেন না। অজানা আতংকে দিন কাটাচ্ছে জেলা থেকে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া ভোটের দিন সম্ভব্য পোলিং এজেন্ট হতে পারে এমন সব কর্মীদেরও তালিকা করে খোঁজা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাক এড আব্দুল মজিদ জানান, গত ১০ বছরে বিএনপি ও তার শরীকরা কোন মিছিল মিটিং ও সমাবেশ করতে না পারলেও একের পর এক নাশকতার পরিকল্পনা দেখিয়ে মামলা করা হয়েছে। নাশকতার পাশাপাশি অস্ত্র, মাদক ও বোমা নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের চালান দেওয়া হয়েছে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব সরকারের কাছে যে মামলার তালিকা দিয়েছে তাতে ৩৪৭টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির দেওয়া তথ্যমতে গত দুই সপ্তাহ আগেও ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জে নুতন করে ৮ মামলায় চার’শজন আসামী করা হয়েছে। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৩৪৭টি। ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর থেকে কেন্দ্রে পাঠানো এক প্রতিবেদন থেকে জানা যায়, এ পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা ৩৬৬। এ সব মামলায় আসামী রয়েছে ৪১ হাজার ৩৪২ জন। সুত্রমতে এর মধ্যে ঝিনাইদহ সদর থানায় ১১২টি মামলায় আসামী হয়েছেন ১২ হাজার ৫১৫ জন, হরিণাকুন্ডুতে ৮১ মামলায় আসামী ৯ হাজার ৫’শ, শৈলকপুায় ৫১টি মামলায় আসামী ৫ হাজার ৬’শ জন, কালীগঞ্জে ৪৯টি মামলায় ৪ হাজার ৫’শ জন, কোটচাঁদপুরে ৩২টি মামলায় ৪ হাজার ১১৫ জন ও মহেশপুর উপজেলায় ৪১টি মামলায় ৫ হাজার ১১২ জনকে আসামী করা হয়েছে। সর্বোচ্চ মামলা হয়েছে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মোঃ মসিউর রহমানের বিরুদ্ধে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন