শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমায় অভিনয় করতে চান তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

২০১৪ সাল থেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন ছোটপর্দার এই সময়েল দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শুরুর দিক থেকে চলতি বছরের শুরু পর্যন্ত ধারাবাহিক নাটকে অভিনয় করলেও আপাতত ধারাবাহিক নাটকে অভিনয় থেকে নিজেকে বিরত রেখেছেন তাসনুভা তিশা। তবে বলা যায় প্রায় প্রতিনিয়তই তিনি একের পর এক খÐ নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে চারজন নির্মাতার নির্দেশনায় চারটি খÐ নাটকের কাজ শেষ করেছেন তিনি। কেন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না এমন প্রশ্নের জবাবে তাসনুভা তিশা বলেন,‘ সত্যি বলতে কী ধারাবাহিক নাটকে অভিনয় করতে হলে মাসের নির্দিষ্ট একটি সময় অর্থাৎ চার কিংবা পাঁচদিন রেখে দিতে হয়। সেই সময়ে ভালো একটি খÐ নাটক কিংবা ভালো একটি বিজ্ঞাপনের কাজের প্রস্তাব এলে তা করা হয়ে উঠেনা। আবার এমন অনেক ধারাবাহিক নাটকে কাজ করার প্রস্তাব আসে যার গল্প, চরিত্র কোনটাই ভালোলাগার মতো নয়। এসব কারণেই আসলে এখন আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছিনা। সর্বশেষ যেমন আরিয়ান ভাইয়ার নির্দেশনায় গল্পগুলো আমাদের ধারাবাহিকে অভিনয় করেছিলাম। এমন গল্প হলে অবশ্যই করবো। কোনরকম গল্পের ধারাবাহিকে কাজ করতে চাইনা।’ তাসনুভা তিশা এরইমধ্যে আদিত্য জনির ‘ডুব সাঁতার’, রাহাত মাহমুদের ‘সেই রাতে’, নাজমুল রনির অপরিচিতা তুমি’ এবং বিপ্লব ইউসুফের ‘মনে মনে’ নাটকের কাজ শেষ করেছেন। ‘সেই রাতে’ এবং ‘অপরিচিতা তুমি’ নাটকে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘ডুব সাঁতার’ এ আছেন সজল এবং ‘মনে মনে’তে আছেন নিলয়। নাটকগুলো শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এদিকে সিনেমায় অভিনয়ের ভীষণ আগ্রহ রয়েছে তাসনুভা তিশার। ভালো গল্প এবং গুনী নির্মাতার নির্দেশনায় কাজ করার সুযোগ পেলে অভিনয় করবেন তিনি। উল্লেখ্য, তাসনুভা তিশা প্রথম ২০১৪ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘লাল খাম বনাম নীল খাম’ নাটকে অভিনয় করেন। এতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক এজাজ মুন্নার ‘যোগাযোগ গোলযোগ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন