শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্বনবীর আগমনী দিনকে স্মরণ করে ওসমানীনগরে বিশাল র‌্যালী

বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ৬:১৭ পিএম

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)’র আগমনী দিবসকে স্মরণ করে সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও বিশাল র‌্যালীর আয়োজন করা হয়।
গতকাল রোববার সকল ১১টায় স্থানীয় গোলায়ালাবাজার শাহাজলাল লতিফিয়া একাডেমি মাদরাসায় জমায়েত হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের প্রায় ৪কিলোমিটার অতিক্রম করে তাজপুর কদমতলা প্রদক্ষিণ করে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় এসে সমাপ্ত হয়।
বালাগঞ্জ-ওসমানীনরের দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সহ¯্রাধিক মুসলিম জনতা সকাল থেকে এ মোবারক র‌্যালীতে যোগদান করেন। প্রত্যেকের হাতে নাতে রাসুল ও কালিমা কচিত ফেষ্টুন-ব্যানর শোভা পাচ্ছিল। আগত রাসুল প্রেমিকগণ শিল্পীর কন্ঠে কন্ঠে নবীর শানে কাছিদা পরিবেশন করতে দেখা যায়। র‌্যালী শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর হমান শিবলী, সহ সভাপতি হাজী আজির উদ্দিন, জমিয়াতুল মোদার্রছীন ওসমানীনগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, তালামীযের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদ, আবদাল মিয়া, আনজুমানে আল ইসলাহর সেক্রেটারী মাওলানা আব্দুল মতিন গজনভী, সুপার মাওলানা আসকর আলী, মাওলানা সৈয়দ সুলতান আহমদ, হাজী সোনাফর আলী, সাহিদুর রহমান চৌধুরী, মাওলানা ইউনুছ আলী, তালামীয নেতা তৌরিছ আলী, মাওলানা সুলতান আহমদ, আজাদ আলী, মাওলানা আমিনুল ইসলাম, আব্দুল আমিন, আনোয়ার হোসন, জুনেদ আহমদ, মজতবা আহমদ মিছলু, কারী দিলাল আহমদ, প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ আব্দুল কাদির ১৮ নভেম্বর, ২০১৮, ৯:২০ পিএম says : 0
আলহামদুলিল্লাহ।
Total Reply(0)
AMINUL HUDA ১৮ নভেম্বর, ২০১৮, ১০:৩৯ পিএম says : 0
মাশাআল্লাহ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন