বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ৭ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বলে জানা গেছে।
তবে এ অভিযানে কোন মাদক চোরাচালানী আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড এর অপারেশন গোয়েন্দা শাখার সহকারী পরিচালক লে: কমান্ডার বিএন আবদুল্লাহ আল মারুফ ২৩ নভেম্বর বিসয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টেকনাফ থানার অন্তর্গত শাহপরীরদ্বীপের নাইক্যংদিয়া এবং ঘোলর চরের মাঝামাঝি স্থানে নাফ নদীতে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে দুইটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে দেয়া দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।
জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন