রাজধানীতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।
এসআই ওবায়দুর পল্টনের ফুলবাড়ীয়ার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, কয়েকজন পুলিশ সদস্য দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। এই পুলিশ কর্মকর্তার পায়ে গুলির চিহ্ন দেখেছি। এক্সরে করে জানা যাবে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক থেকে নিয়ে যাওয়া হয়েছে।
মন্তব্য করুন