আজ চ্যানেল আই চত্ত¡রে অনুষ্ঠিত হবে ৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট। এবারের উৎসবকে উৎসর্গ করা হয়েছে ব্যান্ড সঙ্গীতের তারকা মরহুম আইয়ুব বাচ্চুকে। উৎসবের পরিচালক অনন্যা রুমা জানান, এবারের উৎসবে বাংলাদেশের ১৫টি ব্যান্ড অংশ নিচ্ছে। এরমধ্যে রয়েছে অবসকিওর, ডিফরেন্ট টাচ, দলছুট, জলের গানসহ আরও ১১টি ব্যান্ড। উৎসব চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচার করবে। পুরো উৎসবজুড়েই থাকবে আইয়ুব বাচ্চুর গান ও স্মৃতিময় নানা আয়োজন। এবারের ব্যান্ডফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, শাফি আহমেদ ও দিলরুবা সাথী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন