শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে অ্যাশেজের নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

দীর্ঘ বিরতির পর গত ৫ ডিসেম্বর ‘অ্যাশেজ বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ব্যান্ডদল অ্যাশেজের অন্তঃসারশূন্য অ্যালবামের দ্বিতীয় গান ‘উড়ে যাওয়া পাখির চোখে’। গানটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুকে। গানটি ইউটিউবে আপলোড করার পর ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার বার শোনা হয়েছে। অ্যাশেজ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, আমরা বিশ্বাস করি কিংবদন্তীর কখনো মৃত্যু হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি গানের মাধ্যমে সবার অন্তরে বেঁচে থাকবেন। গানটি প্রসঙ্গে তিনি বলেন, বেঁচে থাকার দীপ্তশিখা নিভে গেলে পুনরায় আগুন জ্বালাবার জন্য নিজের ভেতর যে জেদটুকু থাকা জরুরি তা এই গানের উপজীব্য। আশা করছি, গানটি আমাদের ভক্ত ও শ্রোতাদের ভালো লাগবে। উল্লেখ্য, যাত্রা শুরুর পর ব্যান্ডটি দশ বছর পার করেছে। ব্যান্ডটির প্রথম অ্যালবামের নাম ছিলো ছারপোকা। অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন