রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্যানেল মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির স্মারকলিপি

‘নির্বাচন হবে ৫ জানুয়ারির মতো’

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

‘নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া বিএনপি প্রার্থী ডা. শাহাদাতের জামিন হবে না। নির্বাচন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। ৯ তারিখের পর বিএনপির কোন নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা করতে পারবে না। তাদের বাড়ী ঘরে থাকতে দেয়া হবে না। নির্বাচন হবে ২০১৪ সালের ৫ জানুয়ারী মতো।’ এমন বক্তব্য দেয়ায় চসিকের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। মহানগর বিএনপির পক্ষ থেকে এ দাবিতে গতকাল (সোমবার) রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের হাতে স্মারকলিপি তুলে দেন বিএনপি নেতারা। স্মারকলিপিতে বলা হয়, নগরীর কোতোয়ালী আসনে দলীয় প্রার্থীর পক্ষে মতবিনিময় সভায় তিনি এমন বক্তব্য রাখেন। এই বক্তব্য আদালত প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তার এই বক্তব্যের পর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যে শঙ্কা প্রকাশ করে আসছেন তা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। তবে চৌধুরী হাসান মাহমুদ হাসনী এমন বক্তব্য অস্বীকার করে বলেছেন, ‘ওই ভিডিওটি বানানো এবং এর বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।’ চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুপ্রীমকোর্ট বার সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, বিএনপি নেতা এস এম সাইফুল আলম, জেলা বারের সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এডভোকেট আবদুস সাত্তার সারোয়ার, ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন