শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সা’দপন্থীদের আইনের আওতায় আনতে হবে চৌদ্দগ্রামে বিক্ষোভ ও স্মারকলিপি

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

টঙ্গীতে ইজতেমা ময়দানে সা’দ পন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে তাবলিগ জামায়াতের বিভিন্ন পর্যায়ের অনুসারীরা। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহীদুল ইসলামের নিকট স্মারকলিপি দিয়েছে চৌদ্দগ্রাম থানা তাবলিগ মারকাজ আলমী শুরার নেতৃবৃন্দ।
এতে তাবলিগের পক্ষে নেতৃত্ব দেন মাওলানা ওসমান গণি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মাদরাসাই হোসাইনিয়ার মুহতামিম মাওলানা জাকারিয়া, শ্রীপুর জামেয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম মোহাম্মদ উল্যাহ উজানী, নারানকরা মাদরাসার মুহাদ্দিস মাওলানা রায়হান, নোয়াপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হোসেন, মিয়াবাজার মাদরাসার মুফতি আবদুল হান্নান, উপজেলা মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন, তাবলিগের ডা. আমিন উল্যাহ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন